• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভেদরগঞ্জের কাচিকাটা নির্বাচনোত্তর সংঘর্ষ, আহত ৩০

  • ''
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা ও নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।বুধবার জেলার ভেদরগঞ্জ উপজেলার পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ৯ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন অংশ নেয়। এতে চশমা প্রতীকের প্রার্থী এইচ এম কামরুল ইসলামকে মাত্র ৬৭ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয় বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান। এরপর থেকে আধিপত্য বিস্তারে একসঙ্গে জোট বাধেন পরাজিত তিন প্রার্থী। তারা হলেন এইচ এম কামরুল ইসলাম, ফজলুল হক কাওসার মোল্লা ও আব্দুল হাই।

গত সোমবার পদ্মা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী এইচ এম কামরুল ইসলামের সমর্থক কাকন হাওলাদার, ইউপি সদস্য আহমেদ আলী মৃধা, রিপন বেপারী ও রফিক মৃধাসহ বেশ কয়েজন হামলা চালায় বিজয়ী চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ানের সমর্থক নজির খার বাড়িতে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এ ঘটনার সূত্রধরে বুধবার সকাল থেকে দু’ পক্ষের লোকজন দেশীয় অ¯শস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আল আমিন দেওয়ান, নজরুল খান, সোনা মিয়া দেওয়ানসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের চাঁদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান অভিযোগ করে বলেন, পরাজয় মেনে নিতে না পেরে পরাজিত লোকজন কয়েকদিন ধরে মারামারির প্রস্ততি নিয়েছে। ওরা আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে। লোকজনকে মেরে আহত করেছে।

এইচ এম কামরুল ইসলাম বলেন, কি নিয়ে এ সংঘর্ষ আমি সঠিক জানিনা। কারা কারা মারামারি করেছে তাও বলতে পারছি না।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরাজিত ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২০-৩০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads